হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শীর্ষ পর্যায়ের নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জমিয়তে উলামায়ে ইসলামীর অন্যতম সদস্য।
বুধবার বিকেল পাঁচটা ২০ মিনিটে রাজধানীর ভাটাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিবি) আব্দুল আহাদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
হাবীবুল্লাহ কাশেমী ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব মামলার আসামি।
মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জের ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ আরও কয়েক জেলায়।
এসব ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। সরকারি অফিস, মুক্তিযুদ্ধভিত্তিক বহু স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়।
হেফাজতের সাম্প্রতিক সময়ের সহিংসতায় হাবীবুল্লাহ কাসেমী জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।
এসব ঘটনার পর থেকে সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব বাড়তে থাকে। বিভিন্ন মামলায় গত কয়েক দিনে গ্রেপ্তার হয় ধর্মভিত্তিক সংগঠনটির শীর্ষ পর্যায়ের অন্তত ২৫ জন নেতা।
এর শুরুটা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে দিয়ে। ১৮ এপ্রিল দুপুরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
চলমান গ্রেপ্তার অভিযানের মধ্যে সরকারের সঙ্গে সমঝোতার আশায় ১৯ ও ২৫ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছুই বলেনি তারা। দুই দফার বৈঠকের পরও হেফাজত নেতাদের গ্রেপ্তার থামছে না।
গ্রেপ্তার নেতাদের ২০১৩ সালের শাপলা চত্বর ও গত মাসের তাণ্ডবের মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।