ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এ কম্পন অনুভূত হয়। থেমে থেমে কম্পন কয়েক মিনিট অব্যাহত ছিল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেছিলেন, ‘ভূমিকম্পটি কত মাত্রার, এর উৎপত্তি কোথায়, তা বিশ্লেষণে আধা ঘণ্টা সময় লাগবে। আধা ঘণ্টা পরে ফোন করেন।’
পরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ নিউজবাংলাকে জানান, সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল বাংলাদেশ সীমান্ত থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ৬।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্বন্ধে একই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও।
নিউজবাংলার গাইবান্ধা প্রতিনিধি ও সিলেট ব্যুরোর প্রধান জানিয়েছেন, শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে।