তরুণীর নাম মোসারাত জাহান মুনিয়া। তার বাড়ি কুমিল্লা শহরে। গুলশানের ফ্ল্যাটে মুনিয়া একাই থাকতেন।
রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তরুণীর বাড়ি কুমিল্লা শহরে। গুলশানের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
গুলশান জোনের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গুলশান থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউজবাংলাকে জানান, দুই মাস আগে ওই তরুণী এক মাসিক লাখ টাকায় বাসাটি ভাড়া নিয়েছিলেন।
ডিসি সুদীপ নিউজবাংলাকে বলেন, তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার বোন আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।