লকডাউনের মেয়াদ শেষ হতে চলায় দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। চাপ বেড়েছে ফেরিঘাটে।
মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে সোমবার ভোর থেকে গত কয়েক দিনের তুলনায় পণ্যবাহী ট্রাক, পিকআপভ্যান, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ভিড় বেশি দেখা গেছে।
গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন ভাড়া করা মোটরসাইকেলে। ফেরি পার হচ্ছে শ শ মোটরসাইকেল।
ঢাকাগামী শরীফ হোসেন জানান, অন্য কোনো যানবাহন না থাকায় শিমুলিয়া ঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা ও কিছু ছোট পিকআপভ্যান যাত্রী আনা-নেয়া করছে। তবে ভাড়া নিচ্ছে কয়েকগুণ বেশি।
নারায়ণগঞ্জগামী আরেক যাত্রী সাইদুল ইসলাম জানান, ভাড়া অস্বাভাবিক রকম বেশি। সেজন্য বিকল্প উপায়ে মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জ সদর হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী ব্যবস্থাপক কামাল হোসেন নিউজবাংলাকে জানান, রোববার ছয়টি ফেরি চলেছে। কিন্তু সোমবার ঢাকাগামী গাড়ির চাপ বেশি থাকায় ক্যামেলিয়া, ফরিদপুর, কুমিল্লা, কুঞ্জলতা, কর্ণফুলীসহ ১০টি ফেরি চালু করা হয়েছে।
রোববার রাত থেকে পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকরে ১৩ নির্দেশনা দেয় সরকার। এতে সব পরিবহন (সড়ক, নৌ, রেলপথ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধের ঘোষণা দেয়া হয়।
পরবর্তী সময়ে বিধিনিষেধ ২৮ এপ্রিল নাগাদ বাড়ানো হয়। এ সময়েও নৌযান চলাচলে বহাল থাকে আগের নির্দেশনাগুলো।