রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজি মুসা ম্যানশনে আগুনে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। তার নাম সাফায়েত হোসেন।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন নিউজবাংলাকে বলেন, ‘সাফায়াত হোসেনের শরীর ৪৫ শতাংশ বার্ন ছিল। এ ছাড়া শ্বাসনালিও পুড়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’
আরমানিটোলায় আগুনে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় শুক্রবার রাত সোয়া তিনটার দিকে ছয়তলা আবাসিক ভবনটির নিচতলার রাসায়নিক গুদামে আগুন লাগে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে এখনও চিকিৎসাধীন ২০ জন।