ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের এক ফিলিস্তিনি শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। তিনি ২২ বছর বয়সী মুসা আবু জামি।
শনিবার প্রথম প্রহরে ফিলিস্তিনের গাজায় তিনি আত্মহত্যা করেন বলে খবর আসে তার সহপাঠীদের কাছে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
জামি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে নিজ দেশ ফিলিস্তিনে যান।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা জানান, মেডিক্যাল কলেজে তৃতীয় বর্ষের ছাত্র জামি রমজানের শুরুতে ফিলিস্তিনে যায়।
সেখানকার আরও কয়েকজন ছাত্র এই মেডিক্যালে পড়েন। তাদেরই একজন ঐষিকাকে ফোন করে জামির আত্মহত্যার তথ্য জানান।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার প্রথম প্রহরে রাত একটায় ঢাকায় ফিলিস্তিনের দূতাবাস থেকে তাদেরকে ফোন করেও এ তথ্যটি জানানো হয়।
রোববার ফিলিস্তিনের দূতাবাস লিখিত আকারে বাংলাদেশ সরকার ও মেডিক্যাল কলেজকে বিষয়টি জানাবে বলেও জানান অধ্যক্ষ।