রাজধানীর মিরপুরে উমামা বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মিরপুরের ডিওএইচএস এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার স্বামী ওমর ফারুক। রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক উমামাকে মৃত ঘোষণা করেন।
উমামা ও ফারুকের ৯ বছরের এক ছেলে ও ১৭ বছরের এক মেয়ে রয়েছে।
ওমর ফারুকের বাড়ি মুন্সিগঞ্জ এবং উমামার বাড়ি নরসিংদীতে। তারা মিরপুর ডিওএইসএস এর ৭৪৩ নম্বর বাসায় থাকতেন।মিরপুরের পল্লবী থানার উপপরিদর্শক আখলিমা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় উমামার স্বামী ওমর ফারুককে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আখলিমা।