করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সেবা এবং সংশোধনের কাজ যেন বন্ধ না থাকে সে বিষয়ে মাঠ প্রশাসনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভার আলোচনার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার কবিতা খানম নিউজবাংলাকে বলেন, ‘ওই দিনের সভায় জরুরি সেবা চালু রাখার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। যেমন একজন বিদেশ যাবেন বা পাসপোর্ট করবেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকা বা ভুল থাকার কারণে তা করতে পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নিউজবাংলাকে বলেন, যে কাজ অনলাইনে করা যায়, এমন কাজ চলবে। যেমন জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা যতটুকু অনলাইনে দেয়া যায়, তা চলবে। জাতীয় পরিচয়পত্রের কারণে নাগরিকরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন, এ বিষয়ে বলা হয়েছে।
‘সভায় স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার জন্য কার্যক্রম চালাতে বলা হয়েছে। এ ছাড়া আমাদের যে ইভিএমগুলো আছে, সেগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।’
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে ইসির পরামর্শ
জাতীয় পরিচয়পত্রে অনেক সময় কিছু তথ্য ভুল থাকে, এসব তথ্য সংশোধনে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়। এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে ইসি।
ইসি বলছে, সরকারি ও বেসরকারি অনেক সেবা পেতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। অনেক সময় জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য পাওয়া যায়। এই তথ্য সংশোধন নিয়ে অনেক রকম প্রশ্নের জন্ম নেয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ রকম ২২টি প্রশ্নের উত্তর জানায় ইসি।
ইসির প্রশ্ন ও উত্তরগুলো জানতে চাইলে নির্বাচন কমিশনের এই লিংকে যেতে হবে।