হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাখীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম নিভানা খায়ের জেসী এ রিমান্ড আদেশ দেন।
২০১৩ সালের পল্টন থানার দায়ের করা নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা।
শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন বলে নিউজবাংলাকে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাখীকে রাজধানীর বংশাল এলাকা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে তাকে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের হেফাজতের সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ধর্মভিত্তিক সংগঠনটির সাম্প্রতিক সময়ের সহিংসতায়ও সাখী জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।
মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জেও।
এ ঘটনার পর থেকে সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব বাড়তে থাকে। বিভিন্ন মামলায় গত কয়েক দিনে গ্রেপ্তার হয় ধর্মভিত্তিক সংগঠনটির শীর্ষ পর্যায়ের ১৬ নেতা।
এর শুরুটা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে দিয়ে। ১৮ এপ্রিল দুপুরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
চলমান গ্রেপ্তার অভিযানের মধ্যে সরকারের সঙ্গে সমঝোতার আশায় ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। তাদের কয়েকজন বৈঠক সফল হয়েছে বলেও জানান। কিন্তু বৈঠকের পরও থামছে না গ্রেপ্তার।