বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজতের যুগ্ম-মহাসচিব ৫ দিনের রিমান্ডে

  •    
  • ২৩ এপ্রিল, ২০২১ ১৮:৪০

গত মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মোদির সফর ঠেকাতে হেফাজতে দেশজুড়ে তাণ্ডব চালায়। এসব নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় একটি মামলার আসামি সাইফুল্লাহ।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

শুক্রবার তদন্ত কর্মকর্তা সাইফুল্লাহ্‌কে আদালতে হাজির করে মামলাটির তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম নিভানা খায়ের জেসী পাঁচ দিনের রিমান্ডের এ আদেশ দেন বলে নিউজবাংলাকে জানান আদালতে পল্টন থানার নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ভোর ৬ সাড়ে পাঁচটার দিকে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে সাইফুল্লাহ্‌কে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশের জোনাল টিমের সদস্যরা।

গত মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মোদির সফর ঠেকাতে হেফাজতে দেশজুড়ে তাণ্ডব চালায়। এসব নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় একটি মামলার আসামি সাইফুল্লাহ। এই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জেও।

এ ঘটনার পর থেকে সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব বাড়তে থাকে। বিভিন্ন মামলায় গত কয়েক দিনে গ্রেপ্তার হয় ধর্মভিত্তিক সংগঠনটির শীর্ষ পর্যায়ের ১৬ নেতা।

এর শুরুটা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে দিয়ে। ১৮ এপ্রিল দুপুরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

চলমান গ্রেপ্তার অভিযানের মধ্যে সরকারের সঙ্গে সমঝোতার আশায় ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। তাদের কয়েকজন বৈঠক সফল হয়েছে বলেও জানান। কিন্তু বৈঠকের পরও থামছে না গ্রেপ্তার।

এ বিভাগের আরো খবর