ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা হয়েছে।
কক্সবাজার সদর থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন।
আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না, ফেসবুক লাইভে এসে নুরের এমন মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস।
মামলার বাদী মঈন উদ্দিন নিউজবাংলাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুর গত ১৪ এপ্রিল তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। সেখানে তিনি বলেন, যারা আওয়ামী লীগ করে, তারা কখনো মুসলমান হতে পারেনা। নুরের এ বক্তব্য আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে।
ওসি জানান, ভিডিওটিতে যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছে তাদেরকে মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে।
১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না।
‘এদের কোনো ইমান নেই। প্রকৃতপক্ষে এরা একটাও ইমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।’
এই বক্তব্যের জন্য এর আগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
নুর অবশ্য তার বিরুদ্ধে মামলার পর আরও দুইবার ফেসবুক লাইভে এসে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, তরুণ রাজনীতিক হিসেবে তার ভুল হয়ে গেছে।