আগামী সপ্তাহে আবারও খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন রাত পৌনে ১০টায় এবং আব্দুল্লাহ আল মামুন সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার বাসায় যান। পরে রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার বাসার সামনে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজকে ১৪তম দিন। তার স্যাচুরেশন সব সময় ৯৯ শতাংশ থাকে। খাবারের রুচি সব সময় ভালো ছিল। এখনও ভালো। টেম্পারেচার তিন দিন ধরে নরমাল। তার চেস্ট ক্লিয়ার। তার কোনো কফ-কাশি নেই অর্থাৎ করোনা-সংক্রান্ত আর কোনো উপসর্গ নেই। শুধু অল্প শারীরিক দুর্বলতা আছে।
‘করোনা আক্রান্ত হওয়ার পর দুর্বলতা বেশ দীর্ঘ সময় ধরে থাকে। প্রতিদিনই সেই দুর্বলতা আগের চেয়ে কিছুটা কমে যাচ্ছে। গতকালের চেয়ে আজ দুর্বলতা অনেক কম। তিনি নিজেও বলেছেন, আজকে গতকালকের চেয়ে ভালো বোধ করছেন। অর্থাৎ তার অনেকটা উন্নতি হয়েছে। তার অবস্থা শুধু স্থিতিশীলই নয়, প্রতিদিনই তার অবস্থা একটু একটু করে ভালো হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে তার ব্লাড টেস্ট করা হবে। করোনা পরীক্ষা করা হবে আগামী সপ্তাহে।’
ডা. জাহিদ বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) সব সময়ে এ ব্যাপারে অত্যন্ত সজাগ। সেই সঙ্গে ম্যাডামের পুত্রবধূ অর্থাৎ ডাক্তার জোবায়দা রহমান চিকিৎসার সমন্বয় করছেন।’
খালেদা জিয়াকে বিপদমুক্ত বলা যায় কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে ডা. জাহিদ বলেন, ‘তার ইতিবাচক উন্নতি হয়েছে।’
খালেদা জিয়ার বাসার অন্য যারা আক্রান্ত হয়েছেন, তাদের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, আটজন স্টাফ আক্রান্ত হয়েছেন। প্রত্যেকের অবস্থার উন্নতি হয়েছে। অন্যরা তার (খালেদা) চেয়েও ভালো আছেন। তাদের বয়স ওনার চেয়ে একটু কম। কাজেই তারা আরও দ্রুত সেরে উঠছেন। তারা ভালো আছেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।