বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাই কোর্টের দুটি বেঞ্চ বাড়ালেন প্রধান বিচারপতি

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৮:০৭

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর আবেদন করে।

হাই কোর্টে চারটি বেঞ্চের পাশাপাশি আরও দুটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর আবেদন করে।

এখন থেকে হাইকোর্টে ছয় বেঞ্চে ভার্চুয়ালি শুনানি হবে। বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে হাইকোর্টের আরও দুটি বেঞ্চে ভার্চুয়ালি মামলার শুনানি হবে।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়ানোর আবেদন করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল।

আবেদনে তিনি বলেন, রমজান মাস চলছে, সামনে ঈদ-উল ফিতর। লকডাউন ও আদালতের স্বল্পতার কারণে আইনজীবীরা তাদের পেশা পরিচালনা করতে পারছেন না। ফলে এই সমিতির সদস্যসহ আইনজীবীরা মারাত্মক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছেন। একইভাবে সীমিতসংখ্যক আদালত চালু থাকায় বিচারপ্রার্থী মানুষ কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সর্বাত্মক লকডাউনের মধ্যেও আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকে আরও কার্যকরে আরও অধিকসংখ্যক ফৌজদারি, রিট, সিভিল ও আনুষাঙ্গিক বিষয়ে বেঞ্চ বৃদ্ধি করা জরুরি।

এই আবেদনের কয়েক ঘণ্টা পরই সুপ্রিম কোর্টের মুখপাত্র বেঞ্চ সংখ্যা বাড়ানোর তথ্য জানান।

নতুন করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত ভার্চুয়ালি বসে বিচার কাজ পরিচালনা করবেন।

এ বিভাগের আরো খবর