বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিনা নোটিশে উচ্ছেদের হুঁশিয়ারি মেয়র আতিকুলের

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৭:৫৬

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতার সমাধানে পরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অধিগ্রহণ করা জমির উল্লেখযোগ্য অংশই অবৈধ দখলে রয়েছে।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিনা নোটিশে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর কল্যাণপুরে বুধবার সকালে স্টর্ম ওয়াটার পাম্প এরিয়ায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

মেয়র বলেন, ‘কোনো কাউন্সিলরও যদি অবৈধ দখলের সঙ্গে জড়িত থাকেন, ডিএনসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, জলাবদ্ধতার সমাধানে পরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অধিগ্রহণ করা জমির উল্লেখযোগ্য অংশই অবৈধ দখলে রয়েছে।’

মেয়র আতিকুল বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে তাদের দখল ছাড়তে হবে, অন্যথায় বিনা নোটিশে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে।’

অবৈধ দখলদারদের বিরুদ্ধে এখনই সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

ওয়াসা থেকে বুঝে নেয়া খালগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে মেয়র আতিকুল বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল, তখন সঠিকভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। ডিএনসিসির বিভিন্ন খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো খবর