মেয়াদোত্তীর্ণ করোনা কিটসহ গ্রেপ্তার ৯ জনকে রিমান্ডফেরত কারাগারে পাঠানো হয়েছে।
১৬ এপ্রিল র্যাবের বিশেষ অভিযানে অননুমোদিত মেডিক্যাল ডিভাইস আমদানিকরণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাতকরণের অভিযোগে রাজধানী থেকে জালিয়াতি চক্রের হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাদের রিমান্ডফেরত কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ মৌদক তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আসামিদের পক্ষের আইনজীবী কাজী রেজাউল হক ও মীনা বেগম জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস এম মনিরুজ্জামান জামিনের বিরোধিতা করেন।
দুই পক্ষের শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মামুনুর রশিদ জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৭ এপ্রিল আসামিদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেয় আদালত।
গত ১৬ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করা হয়। র্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মঈন হোসেন এ তথ্য নিশ্চিত করেছিলেন।