দুপুর একটা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন, ‘বস্তিটির অধিকাংশ ঘরই টিন এবং কাঠের তৈরি। বস্তির এক অংশের ঘরগুলো পুড়ে গেছে। তবে সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না।’
রাজধানীর তুরাগে বালুরঘাট বস্তিতে আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, বেলা ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা অফিসার লিমা খানম নিউজবাংলাকে বলেন, ‘আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত জানা যায়নি।’
দুপুর একটা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
ক্ষয়ক্ষতির ব্যাপারে নিউজবাংলাকে তিনি বলেন, ‘বস্তিটির অধিকাংশ ঘরই টিন এবং কাঠের তৈরি। বস্তির এক অংশের ঘরগুলো পুড়ে গেছে। তবে সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না।’