লকডাউনের কারণে বর্তমানে হাইকোর্টে সীমিত পরিসরে চারটি বেঞ্চে বিচারিক কাজ চলছে। এ অবস্থায় আরও বেঞ্চ বাড়ানোর আবেদন করা হয়েছে।
হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
প্রধান বিচারপতির কাছে বুধবার এ বিষয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
লকডাউনের কারণে বর্তমানে হাইকোর্টে সীমিত পরিসরে চারটি বেঞ্চে বিচারিক কাজ চলছে। এ অবস্থায় আরও বেঞ্চ বাড়ানোর আবেদন করা হয়েছে।আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিউজবাংলাকে বলেন, অনেক দিন ধরে কোর্ট বন্ধ রয়েছে। সীমিত পরিসরে কিছু কোর্ট চলছে। রোজা, সামনে ঈদ, এরপর আবার ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আইনজীবীরা আর্থিক সংকটে পড়েছেন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।