বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‌্যাবের হাতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ০১:০৯

বাবুল স্টিল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তিনি মন্দির গলি এলাকায় নতুন বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন। এ সময় সুমন ও অন্যান্য আসামিরা চাঁদা দাবি করেন। বাবলু টাকা দিতে অস্বীকৃতি জানান। ১৭ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ১২ নম্বর গলির মাথায় তার ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ১০টার সময় যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল।

গ্রেপ্তার আসামির নাম সুমন। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাবাড়ী এলাকায় বাবলু হত্যা মামলার পলাতক আসামি।

রোববার নিহতের পরিবার তার বিরুদ্ধে মামলা করে।

বাবলু হোসেন খুনের বর্ণনা দিয়ে এএসপি এনায়েত কবীর বলেন, বাবুল স্টিল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তিনি মন্দির গলি এলাকায় বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন। তার কাছে সুমন ও অন্যান্য আসামিরা চাঁদা দাবি করেন। বাবলু টাকা দিতে অস্বীকৃতি জানান।

১৭ এপ্রিল বাবুল হোসেন বাসা থেকে বের হয়ে রিকশায় করে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড যাচ্ছিলেন। পথে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ১২ নম্বর গলির মাথায় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তারের সময় সুমনের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর