বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজতের ২৩ মামলার তদন্তে সিআইডি

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ২১:২১

গত ২৬ ও ২৮ মার্চ এবং ৩ এপ্রিলের তাণ্ডবের পাশাপাশি ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় এই মামলাগুলো করা হয়।

দেশের বিভিন্ন জেলায় ২০১৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত হেফাজতের সহিংসতার ঘটনায় করা ২৩ মামলার দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

যার ১৫টি মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জে দুটি, কিশোরগঞ্জে দুটি, চট্টগ্রামে দুটি ও মুন্সিগঞ্জের দুটি মামলার দায়িত্ব পেয়েছে সিআইডি।

গত ২৬ ও ২৮ মার্চ তাণ্ডবের পাশাপাশি ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় এই মামলাগুলো করা হয়।

এসব মামলাগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় করা হয়েছে ১০টি মামলা। পাঁচটি মামলা করা হয় ২০১৬ সালের সহিংসতার ঘটনায়।

ব্রাহ্মণবাড়িয়ার থানায় যত মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা নম্বর- ৩০। গত ২৯ মার্চ মামলাটি করা হয়। মামলার ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির ৩৭৯ ধারা।

আগুন ধরিয়ে দেয়া হয় অনেক সরকারি প্রতিষ্ঠানে

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৪৮। ৩১ মার্চ মামলাটি করা হয়। মামলার ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৪৩৫/৩০৭/৪২৭/৩৪ সহ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/১০/১২ ধারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মামলা নম্বর- ১। মামলাটি করা হয় গত ১ এপ্রিল। মামলার ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/৪৩৫/৪৩৬/৪২৭ পেনাল কোড ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে ৩/৪ ধারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ২। মামলাটি করা হয় গত ১ এপ্রিল। মামলাটি করা হয়েছে দণ্ডবিধির ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/৩৪ ধারায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৫। মামলাটি করা হয়েছে গত ১ এপ্রিল। দণ্ডবিধির ১৪৩/১৪৮/৩৪৫/৪৩৬/৪২৭/৩৪ ধারা ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (৩)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৮। মামলাটি করা হয় গত ২ এপ্রিল। দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/২৯৫/২৯৬/২৯৭/৩৮০/৪২৭/৪০৬/৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ১৩। মামলাটি করা হয় গত ৩ এপ্রিল। দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৪৩৫/৪৩৬/৪২৭/৩৪ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (৩)/২৫-ডি ধারা যুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ১৮। গত ৪ এপ্রিল মামলাটি করা হয়। দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৩৮০/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ১৯। গত ৫ এপ্রিল মামলাটি করা হয়। দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪২৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ২০। গত ৫ এপ্রিল মামলাটি করা হয়। দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৩৭৯/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৪২। ২০১৬ সালের ১৩ জানুয়ারি মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৫/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৪৩। ২০১৬ সালের ১৪ জানুয়ারি মামলাটি করা হয়। দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৪৩৬ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৪৪। ২০১৬ সালের ১৪ জানুয়ারি মামলাটি করা হয়। মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (নম্বর/২০১৩) এর ৬(২)(অ)(আ)(ই)/১০/১১/১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৪৯। ২০১৬ সালের ১৬ জানুয়ারি মামলাটি করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩০২/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা নম্বর- ৫১। ২০১৬ সালের ১৬ জানুয়ারি মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নারায়ণগঞ্জের যেসব মামলা

জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করা হয় ২৮ মার্চের হরতালে হেফাজতের তাণ্ডবের ঘটনায়। দুটি মামলাই করা হয় সহিংসতার পর দিন।

এর মধ্যে ৩১ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)(অ)(আ)(ই)(উ)/১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

৩২ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)(অ)(আ)(ই)(উ)/১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কিশোরগঞ্জের যে মামলা

২৮ মার্চ কিশোরগঞ্জ শহরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও কুলিয়ারচরেও সহিংসতা করে হেফাজতকর্মীরা।

সদর থানায় ৫১ নম্বর মামলাটি করা হয় গত ৩১ মার্চ। এতে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩৮০/৪৩৬/৪৪০/৫০৪/৫০৫(ক)/৫০৬ ধারাসহ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)(অ)(আ)(ই)(ঈ)/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কুলিয়ারচর থানায় তিন নম্বর মামলাটি করা হয় গত ৫ এপ্রিল। এতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)(অ)(আ)(ই)(ঈ)/১০/১১/১২/১৩ এবং দণ্ডবিধির ১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/১৮৬/২৮৩/৩২৩/৩২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৪৪০/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রামের যেসব মামলা

চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা নম্বর- ৫৪। গত ৩০ মার্চ মামলাটি করা হয়। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

হাটজারী থানায় মামলা নম্বর- ৫৫। গত ৩০ মার্চ মামলাটি করা হয়। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মুন্সিগঞ্জের যেসব মামলা

এই জেলায় একটি মামলা করা হয় গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর সহিংসতার ঘটনায়। অন্য মামলাটি করা হয় ২৮ মার্চ সিরাজদিখান থানায় হামলার ঘটনায়।

সিরাজদিখান থানার এক নম্বর মামলাটি করা হয় গত ২ এপ্রিল। এতে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৪৩৬/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গজারিয়া থানায় ৫ নম্বর মামলাটি করা হয় গত ৪ এপ্রিল। এতে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৪১/৪৩৫/৪২৭/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিভাগের আরো খবর