রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. রবিন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার আনুমানিক দুপুর দেড়টায় মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার প্রত্যাশা ট্রেডার্স নামে একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেড়িবাঁধ এলাকায় এক অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল আজ দুপুরে রবিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রবিন মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর। রবিন ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
রবিনের বরাত দিয়ে এএসপি মামুন জানান, রবিন ও তার সহযোগীরা দিনে ভূমি দখলের ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো এবং সন্ধ্যার পর থেকে তারা মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। রবিনের বিরুদ্ধে এর আগে ধর্ষণ মামলাসহ মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় বিভিন্ন ধারায় ছয়টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় রবিনের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।