বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামুনুলকে ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

  •    
  • ১৯ এপ্রিল, ২০২১ ১১:০৪

নাম প্রকাশ না করার শর্তে আদালতের মোহাম্মদপুর থানার নিবন্ধন শাখার একজন সদস্য নিউজবাংলাকে জানান, হেফাজতের এই নেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আদালতে তোলা হচ্ছে। এ জন্য ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) প্রাঙ্গণে করা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আদালত সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে সিএমএম কোর্টের হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তোলা হবে মামুনুলকে।

এজন্য পুরান ঢাকার নিম্ন আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার সকাল থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজন, আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও কঠোর তল্লাশির আওতায় রাখা হয়েছে।

পুলিশ সদস্যদের একজন জানান, প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আদালতের মোহাম্মদপুর থানার নিবন্ধন শাখার একজন সদস্য নিউজবাংলাকে জানান, হেফাজতের এই নেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছে।

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে রোববার দুপুরে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শিক্ষকতা করেন ওই মাদ্রাসায়।

গ্রেপ্তারের পর মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে নেয়া হয় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। রাতে সেখানেই রাখা হয়।

এ বিভাগের আরো খবর