অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনের মরদেহ লন্ডনে তার নিজ বাসায় পাওয়া গেছে।
পুলিশ বাসার তালা ভেঙে রোববার অর্থমন্ত্রীর জামাতার মরদেহ উদ্ধার করে।
অর্থমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তবে তিনি বলেন, ‘মো. দিলশাদ হোসেন কীভাবে মারা গেছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমরা এখনও পাইনি। আমরা আরও খবর পাওয়ার অপেক্ষায় আছি।’
দিলশাদ হোসেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
অর্থমন্ত্রীর পরিবারিক সূত্র জানায়, লন্ডনের স্থানীয় সময় দুপুরের পর বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন বন্ধু তাকে ফোনও করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন।
প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন হার্ট অ্যাটাকে মারা গেছেন দিলশাদ হোসেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। লন্ডনে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।