বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁশখালী হত্যা: ক্ষতিপূরণ ও শাস্তি দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ২৩:৩১

‘শ্রমিকরা আল্লাহর বন্ধু। এই শ্রমিকদেরকে ঠুনকো অজুহাতে গুলি করে হত্যা করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার ঘোষণা প্রমাণ করে তাদের দাবি ন্যায্য। …অযথা যে ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হলো তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’

বাঁশখালীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিতে পাঁচ জন নিহতের ঘটনায় বিচারিক তদন্তের পাশাপাশি নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া দাবি জানিয়েছে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন।

তদন্ত করে আসামিদের দ্রুত চিহ্নিত করে গঠনসহ দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের ফাঁসি দেয়ারও দাবি জানিয়েছে তারা।

রোববার সংগঠনের সভাপতি আশরাফ আলী আকন ও সেক্রেটারি জেনারেল ছিদ্দিকুর রহমান এক যুক্ত বিবৃতিতে এই দাব তোলেন।

শনিবার বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে গুলিতে পাঁচ জন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮ ঘণ্টা কাজ করা ও পাওনা পরিশোধের দাবিতে অবস্থান করায় তাদের উপর গুলি বর্ষণের ঘটনা প্রমাণ করে এ দেশে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি করাও অপরাধ।’

ইসলামী শ্রমিক আন্দোলন নেতারা বলেন, ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু। এই শ্রমিকদেরকে ঠুনকো অজুহাতে গুলি করে হত্যা করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার ঘোষণা প্রমাণ করে তাদের দাবি ন্যায্য।

‘অযথা যে ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হলো তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘আগামী মে দিবসে যে সরকার নিজেদেরকে শ্রমিক বান্ধব হিসেবে উপস্থাপন করবে মাহে রমজান ও এপ্রিল মাস এই শ্রমিকদের রক্তে সরকারের হাত রঞ্জিত। এরা শ্রমিকবান্ধব সরকার নয়। এ সরকার লুটেরা ও শ্রমিক নির্যাতনকারীবান্ধব সরকার।’

সরকার যদি ৫ শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনে তবে শ্রমিক জনতা বিচারের দাবিতে মাঠে নামতে বাধ্য হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়।

এ বিভাগের আরো খবর