হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
শনিবার দুপুর ১টার দিকে ঢাকার মুখ্যমহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক মোহাম্মদ জসিম এ আদেশ দেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ জুবায়েরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।
এ সময় আসামি জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।লালবাগ এলাকা থেকে শুক্রবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার মামলাতেও তার নাম রয়েছে।২০১৩ সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৬ মার্চের পর থেকে এখন পর্যন্ত মাওলানা জুবায়েরসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাত নেতাকে গ্রেপ্তার করা হলো।