রাজধানীর উত্তরার বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরার অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাট থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান।
তিনি জানান, ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন শামসুর রেহমানের প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট দোলনচাঁপা ভবন-১, ১৩০৪ নম্বর ফ্ল্যাটে একাই থাকতেন রেহমান। তার পরিবারের সদস্যরা আমেরিকায় থাকেন, ভাই থাকেন পিরোজপুর।
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘সকালে তারেক শামসুর রেহমানের কাজের বুয়া বাসায় যান। কলিংবেল দিলেও তিনি দরজা খোলেননি। পরে বুয়া নিচে সিকিউরিটিকে বিষয়টি জানান। এরপর আশপাশের সবাই ফ্লাটে গিয়ে তাকে ডাকাডাকি করেন, ফোনে কল দেন।
‘রিংটোন শোনা যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে শামসুর রেহমান সাহেবের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। কোনো সাড়া না পেয়ে তুরাগ থানার ওসিকে জানাই। উনাদের টিম এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে।’
মোজাফফর জানান, তারেক শামসুর রেহমানের মরদেহটি বাথরুমের সামনে পড়েছিল। সেখানে বমি দেখা যায়।
তুরাগ থানার আরেক কর্মকর্তা নিউজবাংলাকে জানান, অধ্যাপক রেহমানের মরদেহ ফ্ল্যাটের টয়লেটের সামনে পড়েছিল। মৃত্যুর আগে তিনি বমি করেছেন বলে প্রাথমিক আলামতে মনে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর তারেক শামসুর রেহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী।
আন্তর্জাতিক রাজনীতি, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে লেখালেখিতে সুনাম রয়েছে তার। এসব বিষয়ে রয়েছে তার বেশ কিছু গ্রন্থ। এর মধ্যে ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’ অন্যতম।
অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান পত্রপত্রিকায় সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে নিয়মিত কলাম লিখতেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপ-আঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রপ্তানি প্রসঙ্গ, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ: রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ: রাজনীতির চার দশক, গঙ্গার পানি চুক্তি: প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বাংলাদেশ সম্পর্ক।