বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হঠাৎ বৃষ্টিতে স্নিগ্ধ ঢাকা

  •    
  • ১৭ এপ্রিল, ২০২১ ০৯:১৪

শনিবার ভোরের ঘণ্টা দুয়েক আগে থেকে শুরু হয় গরম তাড়ানো বাতাস। এরপর নামে বৃষ্টি। এ অবস্থা চলে ঘণ্টা খানেক। এতে নগরীর বাসিন্দাদের ঘুম অন্য দিন থেকে হয়েছে আরও দীর্ঘায়িত।

হঠাৎ বৃষ্টি, বাতাস। তাতে ভাপসা গরম দমিয়ে যেমন আবহাওয়ায় স্বস্তি নেমে এসেছে, তেমনি স্নিগ্ধ রূপ পেয়েছে রাজধানী ঢাকা।

শনিবার ভোরের ঘণ্টা দুয়েক আগে থেকে শুরু হয় গরম তাড়ানো বাতাস। এরপর নামে বৃষ্টি। এ অবস্থা চলে ঘণ্টা খানেক। এতে নগরীর বাসিন্দাদের ঘুম অন্য দিন থেকে হয়েছে আরও দীর্ঘায়িত।

গা-জুড়ানো বাতাস-বৃষ্টিতে প্রভাব পড়েছে ঢাকার রাস্তাঘাট, অলিগলিতেও। বৃষ্টিতে মজে গেছে ধুলাবালি। প্রাণবন্ত হয়ে উঠেছে রোড ডিভাইডার, রাস্তার পাশের গাছগাছালি, লতাপাতা, বাসার সামনের শখের গাছ।

সড়কে তীব্র গতিতে কোনো গাড়ি চললেও উড়ছে না ধুলা। চলতি বছর এমন পরিবেশ এই প্রথম দেখল ঢাকাবাসী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন নেটিজেনরাও।

এমন পরিবেশ হাতিরঝিল, উত্তরা, বাড্ডা, মৌচাক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, নিউমার্কেট, আজিমপুর, রায়েরবাজার, পুরান ঢাকা, মিরপুর, শ্যামলীসহ পুরো ঢাকাতেই।

বৃষ্টির কারণে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনের শুরুটা অন্য রকম। অন্য দিনের মতো সকালেই গরমের খাঁ খাঁ নেই। পুলিশের চেকপোস্টগুলোতে গাড়ির চাপও তুলনামূলক কম।

হাতিরঝিল আমবাগানের গেট ধরে হাঁটতে দেখা যায় মিসবাহ-উল-হক নামে এক তরুণকে। লকডাউনের মধ্যে বাইরে কেন? এমন প্রশ্নে নিউজবাংলাকে তিনি বলেন, ‘সকাল সকাল রাস্তায় কোনো পুলিশ নেই। বৃষ্টিতে হাতিরঝিলের চেহারাটা দেখে নিলাম। দেখেন পরিবেশটা কী অসাধারণ লাগছে!’

বাচ্চাকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাঁটছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল মোতালিব। নিউজবাংলাকে তিনি বলেন, ‘এটাই মনে হয় এ বছরের প্রথম বৃষ্টি। ক্যাম্পাসটা দারুণ লাগছে। গরম নেই।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের চেকপোস্টের কারণে কোথাও কোথাও যানজট লাগতেও দেখা যায়। তবে অন্য দিন থেকে কম। যানবাহনের মধ্যে আছে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা আর রিকশা।

গার্মেন্ট ও নির্মাণকাজে জড়িত শ্রমজীবীদের অন্য দিনের মতোই হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়। প্রাইভেট কার আর সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করছেন জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মীরা।

চেকপোস্টগুলোতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরা। চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচল করা সব গাড়িতেই তল্লাশি করতে দেখা যায় তাদের। যাদের ‘মুভমেন্ট পাস’ আছে তাদের ছেড়ে দেয়া হলেও অন্যদের বিরুদ্ধে নেয়া হয় ব্যবস্থা।

এ বিভাগের আরো খবর