বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটি করপোরেশনের গাড়ির চাপায় রিকশাচালক নিহত

  •    
  • ১৬ এপ্রিল, ২০২১ ১১:০৪

অভিজিৎ পোদ্দার নিউজবাংলাকে বলেন, ‘সকালে সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় রিকশাচালকের মৃত্যু হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ অন্য রিকশাচালকরা গাড়িতে আগুন ধরিয়ে দেন।

শুক্রবার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে কাজলার বিবির বাগিচা ৪ নং গেটের সামনে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার।

অভিজিৎ পোদ্দার নিউজবাংলাকে বলেন, ‘সকালে সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় রিকশাচালকের মৃত্যু হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, যে গাড়িটা রিকশাচালককে চাপা দিয়েছে সেই গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ অন্য রিকশাচালকরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

সুরতহাল শেষ করে মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানান এসআই অভিজিৎ পোদ্দার।

এ বিভাগের আরো খবর