রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক নাজমুল ইসলামের জরিমানা ফিরিয়ে দিল পুলিশ। বৃহস্পতিবার রাতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে টাকা ফেরত পাওয়ার বিষয়টি তিনি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় গিয়ে তিনি টাকা নিয়ে এসেছেন। এর আগে পুলিশের পক্ষে থেকে তাকে ফোন করা হয় টাকা নিয়ে আসার জন্য।
নাজমুল ইসলাম রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক। সকালে মুন্সিগঞ্জ থেকে নিজের গাড়িতে কর্মস্থলে আসার পথে পুলিশ চেকপোস্টে তাকে থামতে হয়। সেখানে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি জানিয়ে তার স্ত্রী ইসরাত জাহান ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এরপর বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ কোনো চিকিৎসকে হয়রানি করেনি বলে বিজ্ঞপ্তি দিয়েছে- এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে নাজমুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘শুধু আমার সঙ্গেই নয়, অনেক চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। আমার নামে মামলা দিয়েছে। অনেক চিকিৎসকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছে। এটা পুলিশ করতে পারে না। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, জরুরি সেবার কাজে যারা নিযোজিত থাকবেন, তাদের কোনো মুভমেন্ট পাস নেওয়া লাগবে না। তবে কেন এই হয়রানি? এভাবে যদি প্রতিদিন চলতে থাকে, তাহলে আমরা জরুরি সেবা দিতে পারব না।’