রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এ ছাড়া মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা মঞ্জুরুল ইসলামেরও একই মামলায় পাঁচ দিনের রিমান্ড হয়েছে।
তাদের বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ মের ঘটনা ছাড়াও গত ২৬ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ যে তাণ্ডব চালিয়েছে, সেখানেও মুফতি রাজীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর লালবাগ এলাকা থেকে মুফতি রাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ জোনের জোনাল টিম।
একই ঘটনায় করা আরেক মামলায় এর আগে সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এই কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় পল্টন থানায় পুলিশ মামলা করে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের পর হেফাজতের নেতা-কর্মীদের একাংশ।
এ ছাড়া গত ২৬ মার্চ ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালান হেফাজত কর্মীরা। গুলিতে নিহত হন চারজন। দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের সিরাজদিখান, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, কিশোরগঞ্জে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয়।
৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারী নিয়ে মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর হেফাজতকর্মীরা ওই এলাকা ছাড়াও মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জে তাণ্ডব চালান। এ ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা হেফাজতকে সতর্ক করে বক্তব্য দেন।
এর পর থেকে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর তাণ্ডবের মামলা আবার চালু হতে থাকে। এই মামলাতেই রোববার রাতে পুলিশ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে। সোমবার তার সাত দিনের রিমান্ড হয়।
একদিন পরই গ্রেপ্তার হন সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্। তাকেও ৫ মের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই সহিংসতার ঘটনায় হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু ঢাকাতেই মামলা হয়েছিল ৫৩টি। হেফাজতের শীর্ষ নেতাদের আসামি করা হয় এ সব মামলায়।
এর মধ্যে চারটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়েছে। আরও দুটি মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন তৈরির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। অন্য ৪৭টি মামলার তদন্ত একেবারেই স্থবির। ঘটনার পরপরই গ্রেপ্তার হলেও আট বছর ধরে জামিনে আছেন হেফাজতের এখনকার আমির জুনাইদ বাবুনগরী।