করোনা নিয়ন্ত্রণে চলছে আট দিনের সর্বাত্মক লকডাউন। এ সময়ে অতিজরুরি প্রয়োজনে চলাচলের জন্য নিতে হবে পুলিশের মুভমেন্ট পাস। এ পাস পেতে গত ৪৬ ঘণ্টায় আবেদন করার ওয়েবসাইটে (movementpass.police.gov.bd) হিট পড়েছে ১৬ কোটি।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মুভমেন্ট পাসের সাইটে প্রতি মিনিটে হিট পড়ে ৫৭ হাজার ৯৪২টি।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ওই ওয়েবসাইটে ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি হিট হয়েছে। গত ৪৬ ঘণ্টায় ৪ লাখ ৯৭৭ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের দেয়া তথ্য বিশ্লেষণ করে ৩ লাখ ১৬ হাজার ৮০১ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
আবেদনের নিয়মাবলি
১. https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।
২. শুরুতেই একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফরমটি জমা দিতে হবে।
৩. জমা দেয়া ফরমে আবেদনকারীর দেয়া তথ্যের ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
৪. চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাস প্রদর্শন করতে হবে।
করোনা সংক্রমণের বিস্তার রোধে লকডাউনে প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে মুভমেন্ট পাস সংগ্রহের জন্য নাগরিকদের অনুরোধ করেছে পুলিশ।
মুভমেন্ট পাস উদ্বোধনের সময় আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘বাজার, করোনার টিকা গ্রহণ বা অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। এ ছাড়া অ্যাম্বুলেন্সে রোগী যাওয়ার প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।’
কেউ মিথ্যা বলে মুভমেন্ট পাস নিলে ব্যবস্থা নেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ঢাকার বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। এ ছাড়াও একটি মোবাইল নম্বর দিয়ে একটি গাড়ির নম্বর দিয়ে একাধিক পাস নেয়া যাবে না।’
এমন মহামারির সময়ে কেউ মিথ্যা বলে পাস নেবেন না বলে আশা প্রকাশ করেন আইজিপি। বলেন, ‘মুভমেন্ট পাস নিতে আমরা কাউকে বাধ্য করছি না। এটাকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে।’