বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজত নেতা ইলিয়াস হামিদী ৭ দিনের রিমান্ডে

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ০২:০৩

নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদ ছড়ানো, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও ধর্মীয় অপপ্রচার চালানোর অভিযোগে সোমবার রাতে কেরানীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা থেকে ইলিয়াস হামিদীকে গ্রেপ্তার করেন র‌্যাব-২-এর সদস্যরা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি ইলিয়াস হামিদীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

শুনানি শেষে বিচারক রাজীব হাসান তাকে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন ।

আদালতের পরিদর্শক মেজবাহ উদ্দিন নিউজবাংলাকে বলেন, হেফাজত নেতার পক্ষে ফারুক আহমেদসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে তা নাকচ করে বিচারক ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদ ছড়ানো, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও ধর্মীয় অপপ্রচার চালানোর অভিযোগে সোমবার রাতে কেরানীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা থেকে ইলিয়াস হামিদীকে গ্রেপ্তার করেন র‌্যাব-২-এর সদস্যরা ।

র‌্যাব-২ এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, ইলিয়াস হামিদীসহ ৮/৯ জন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও ছক কষছিলেন, এমন সময় খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল হক নিউজবাংলাকে বলেন, মুফতি ইলিয়াসসহ মোট ৯ জনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পলাতক আটজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তারা হলেন শরীফ হোসাইন, জাকির হোসেন, শফিকুল ইসলাম, ইউসুফ, ফজলুর রহমান, হেলেন, মামুন ও ইউনুস।

র‌্যাব-২ ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিনের করা মামলার বরাত দিয়ে মাইনুল হক বলেন, ‘তার সাথে পলাতক আটজন ছাড়াও জামাত শিবিরসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের অনেকে উপস্থিত ছিল বলে গ্রেপ্তারের পর মুফতি ইলিয়াস জানিয়েছেন।’

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা করা হয়েছে, তার প্রত্যেকটিতে তিনি মদদ দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের ব্যাপক নাশকতার পরিকল্পনা ছিল বলে গ্রেপ্তারের পর মুফতি ইলিয়াস স্বীকার করেছেন।

এ বিভাগের আরো খবর