করোনা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ক্ষেত্রে সরকারের এতদিনের পদক্ষেপ অস্পষ্ট ও দ্বিধান্বিত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।
করোনার পাশাপাশি হেফাজতের সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার রমজান ও করোনা লকডাউনকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
মানববন্ধনে ভিডিওকলে যুক্ত হয়ে মেনন বলেন, ‘করোনার সংক্রমণের পাশাপাশি হেফাজতের সাম্প্রদায়িক সন্ত্রাসকেও রুখে দিতে হবে। করোনার ক্ষেত্রে সরকারের এতদিনের পদক্ষেপ ছিল অস্পষ্ট ও দ্বিধান্বিত। হেফাজতের ক্ষেত্রেও তাই।
‘দেশবাসী আশা করে, সরকার এবার এই দুই ধরনের মহামারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। অন্যথায় করোনায় মানুষের যেমন প্রাণ যাবে, তেমনি হেফাজতি সন্ত্রাসের বিস্তার সারা দেশকে অস্থিতিশীল করে তুলবে।’
মেনন বলেন, মালিকদের কাছে আত্মসমর্পণ করে লকডাউনের মধ্যেও সরকার শিল্প-কারখানা খোলা রাখার কথা বলেছে। কিন্তু গতবারের মতো এবারও শ্রমিকদের দায় নেয়নি। শ্রমিকদের জন্য বরাদ্দকৃত গতবারের তহবিলও অব্যবহৃত রয়ে গেছে। আর মালিকরা প্রণোদনার টাকা পাচ্ছেন।
সরকারের পাশাপাশি ওয়ার্কার্স পার্টির কর্মীদেরও গতবারের মতো জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেনন।
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, নারী মুক্তি সংসদের নেত্রী শাহানা ফেরদৌসি লাকী, গৃহশ্রমিক নেত্রী মুর্শিদা আখতার নাহার প্রমুখ।