করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত একটি সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বা এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সেল গঠন করেছে।
এই সমন্বয় সেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের মোট ১৭ জন কর্মকর্তাকে পালাক্রমে এই দায়িত্ব দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৪ থেকে ২১ এপ্রিল প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
১৪ এপ্রিল তিনজন হলেও, অন্যদিনগুলোতে প্রতিদিন চারজন করে কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে উপস্থিত থাকবেন।
এই সমন্বয় সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৩১৭৭৪৯৯৮০ নম্বরটি চালু থাকবে।
সোমবার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে ১৪-২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকরে ১৩ নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
এই সময়ে সরকারি-বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বন্ধ রাখার কথা জানানো হয়েছে। তবে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে অবস্থান করতে বলেছে সরকার। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে আসতেও নিরুৎসাহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে চলাফেরায় শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। অতি জরুরি প্রয়োজনে যারা চলাচল করবেন তাদেরকে নিতে হবে পুলিশের মুভমেন্ট পাস।