বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক ঘণ্টায় মুভমেন্ট পাসে সোয়া লাখ আবেদন

  •    
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৪:৪১

movementpass.police.gov.bd সাইট উদ্বোধনের প্রথম ঘণ্টাতেই সোয়া লাখ আবেদন পড়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা। বলেন, প্রতি মিনিটে আবেদন পড়েছে ১৫ হাজার।

করোনা নিয়ন্ত্রণে বুধবার থেকে চলাফেরায় শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এরমধ্যে অতি জরুরি প্রয়োজনে যারা চলাচল করবেন তাদেরকে নিতে হবে পুলিশের মুভমেন্ট পাস। আর এই সেবার প্ল্যাটফর্ম উদ্বোধনের প্রথম ঘণ্টাতেই পেড়েছে আবেদনের হিড়িক।

movementpass.police.gov.bd সাইট উদ্বোধনের প্রথম ঘণ্টাতেই সোয়া লাখ আবেদন পড়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা। বলেন, প্রতি মিনিটে আবেদন পড়েছে ১৫ হাজার।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মুভমেন্ট পাস ওয়েবসাইটটি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না। প্রয়োজনে বের হবেন, ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকরে ১৩ নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বন্ধ রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা।

এসব বিধিনিষেধ নিশ্চিতে পুলিশ কাজ করবে জানিয়ে আইজিপি বলেন, রাস্তায় জটলা না পাকানো, হাতিরঝিলে বা অন্য কোথায় গিয়ে তরুণ-তরুণীদের আড্ডা দেয়া যাবে না।

বাজার, করোনার টিকার ডেট থাকলে অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। এ জন্য মুভমেন্ট পাস লাগবে।এমনকি অ্যাম্বুলেন্সে রোগীর যাওয়ার প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।

যেভাবে মিলবে মুভমেন্ট পাস

১. https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।

২. শুরুতেই একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন তা জানতে চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

৩. জমা দেয়া ফর্মে আবেদনকারী প্রদত্ত তথ্যাবালীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

৪. চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাস প্রদর্শন করতে হবে।

এ বিভাগের আরো খবর