বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরের বাইরে দেখতে চাই না: আইজিপি

  •    
  • ১৩ এপ্রিল, ২০২১ ১৩:২০

আইজিপি বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না। প্রয়োজনে বের হবেন ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ কার্যকরের দিন থেকে ঘরের বাইরে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে দেখতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার ‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

‘আগামীকাল (বুধবার) থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না। প্রয়োজনে বের হবেন, ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকরে ১৩ নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বন্ধ রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা।

এসব বিধিনিষেধ নিশ্চিতে পুলিশ কাজ করবে জানিয়ে আইজিপি বলেন, রাস্তায় জটলা না পাকানো, হাতিরঝিলে বা অন্য কোথায় গিয়ে তরুণ-তরুণীদের আড্ডা দেয়া যাবে না।

বাজার, করোনার টিকার ডেট থাকলে অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। এ জন্য মুভমেন্ট পাস লাগবে।এমনকি অ্যাম্বুলেন্সে রোগীর যাওয়ার প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।

কেউ মিথ্যা বলে মুভমেন্ট পাস নিলে ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ঢাকার বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। এ ছাড়াও একটি মোবাইল নম্বর দিয়ে একটি গাড়ির নম্বর দিয়ে একাধিক পাস নেয়া যাবে না। এমন মহামারির সময়ে কেউ মিথ্যা বলে মুভমেন্ট পাস নেবে না বলে আশা করছি।’

আইজিপি বলেন, মুভমেন্ট পাস নিতে তারা কাউকে বাধ্য করছেন না। এটাকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি হেফাজতে ইসলামের কর্মীদের কয়েকটি হামলায় অনেক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আর্থিক সহযোগিতা করেছি। দুইজন সাংবাদিককে বলেছি মামলা করতে। আমরা তাদের সহযোগিতা করেছি।’

থানা-পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কেন? এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘জাতীয় কোনো ইস্যু না, স্থানীয় প্রশাসন মনে করেছে তাদের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো প্রয়োজন, তাই করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) ড. মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর