সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভা করে দায়িত্ব হস্তান্তর করে আগের কমিটি।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার সাবেক বিচারপতি এএফ এম আবদুর রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
পরে নবনির্বাচিতদের পরিচিত করানোর মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পন করা হয়।
তবে দায়িত্ব গ্রহণকালে সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল পুনরায় নির্বাচিত হন। গত ১২ মার্চ অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
মতিন খসরু আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবং রুহুল কুদ্দুস কাজল বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত হন।
এবার আওয়ামী লীগপন্থি সাদা প্যানেল আটটি পদে (সভাপতি, একজন সহসভাপতি, একজন সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং চার জন সদস্য) জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। বিএনপিপন্থি নীল প্যানেল ছয়টি পদে (সম্পাদক, একজন সহসভাপতি, একটি সহসম্পাদক ও তিনজন সদস্য)।
নির্বাচনের বিজয় হওয়ার পর থেকেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবদুল মতিন খসরু।