অধ্যাপক, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক শামসুজ্জামান খানের অবস্থা সংকটাপন্ন।
করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি আছেন তিনি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। তিনি বলেন, ‘সন্ধ্যার সময় আমার সঙ্গে সংশ্লিষ্টদের কথা হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে তার অবস্থা ভালো না।’
শোনা যাচ্ছে শামসুজ্জামান খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ সিরাজি বলেন, ‘চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। বিষয়টা তারাই ভালো বলতে পারবেন।’
শামসুজ্জামান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত এবং একই হাসপাতালে ভর্তি। তবে তিনি কেবিনে আছেন এবং ভালোই আছেন।