বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শফী হত্যা মামলা: বাবুনগরীদের বিরুদ্ধে প্রতিবেদন

  •    
  • ১২ এপ্রিল, ২০২১ ১৭:০৬

মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর নাম রয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আহমেদ শফীর মৃত্যুর ঘটনায় হত্যার প্ররোচনা মামলায় আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই।

এতে মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর নাম রয়েছে।

সোমবার দুপুরে চট্টগ্রাম তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন জমা দেয় পিবিআই।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি পুলিশ সুপার নাজমুল হাসান।আরও পড়ুন: আল্লামা শফীকে কি মেরে ফেলা হয়েছে

গত সেপ্টেম্বরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ব্যাপক হাঙ্গামার সময় অসুস্থ হয়ে ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির ও কওমি আলেমদের গুরু শাহ আহমেদ শফী।

তার মৃত্যুর বিষয়টি কওমিপন্থীদের মধ্য স্পষ্টতই বিরোধ তৈরি করেছে। একপক্ষ মনে করছে তার মৃত্যুর আগে মাদ্রাসায় যে হাঙ্গামা হয়েছে তাতে শফীকে অপমান, মানসিক নির্যাতন করা হয়েছে। অভিযোগ উঠেছে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তার চিকিৎসায় বাধা দেয়া হয়েছে, অক্সিজেনের নল ছিড়ে ফেলা হয়েছে, অ্যাম্বুলেন্স আসতেও দেয়া হয়নি।

হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা বলেছেন, সেখানে নিতে দেরি হয়ে গেছে।

শাহ আহমদ শফীর মৃত্যুর প্রায় তিন মাস পর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এর আদালতে আহমদ শফীকে মানসিক নির্যাতন করে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে মামলা করেন তার শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়।

ওই মামলায় এক নম্বর আসামি করা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির এবং দুই নম্বর আসামি করা হয় অপর যুগ্ম মহাসচিব মামুনুল হককে।

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ মামলার অন্য আসামিরা হলেন মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আবদুল মতিন, মো. শহীদুল্লাহ, রিজওয়ান আরমান, নজরুল ইসলাম, হাসানুজ্জামান, এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, আহমদ, মাহমুদ, আসাদউল্লাহ, জোবায়ের মাহমুদ, এইচ এম জুনায়েদ, আনোয়ার শাহ, আহমদ কামাল, নাছির উদ্দিন, কামরুল ইসলাম কাসেমী, মোহাম্মদ হাসান, ওবায়দুল্লাহ ওবাইদ, জুবায়ের, মোহাম্মদ, আমিনুল হক, রফিক সোহেল, মোবিনুল হক, নাঈম, হাফেজ সায়েম উল্লাহ ও হাসান জামিল।

হেফাজতের সাবেক আমির প্রয়াত আহমদ শফীর হত্যা প্ররোচনা মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন অভিযুক্তরা।

প্রতিবেদন জমা দেয়ার পর সংগঠনের পক্ষে তাৎক্ষণিক এই মন্তব্য করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

তিনি বলেন, মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার খবর পেয়েছি। যেহেতু বিষয়টি এখন আদালতে বিচারাধীন তাই এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। এটি আইনিভাবে মোকাবেলা করা হবে।

এ বিভাগের আরো খবর