বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শান্তিপূর্ণ দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বাবুনগরীর

  •    
  • ১২ এপ্রিল, ২০২১ ১৬:৪৪

‘এত জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সরলতাকে দুর্বলতা মনে করলে এর চরম মাশুল দিতে হবে। হেফাজতে ইসলাম দেশে শান্তি শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।’

কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদীসহ নাশকতার মামলায় হেফাজতের গ্রেপ্তার নেতাদেরকে সুস্থ শরীরে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। নইলে দেশবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আমির জুনাইদ বাবুনগরী। অবশ্য এই আন্দোলন শান্তিপূর্ণ হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে কওমি মাদ্রাসাকেন্দ্রীক সংগঠনটির প্রধান নেতা এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় সংগঠন। তবে নেতা-কর্মীদের উপর এভাবে জুলুম চলতে থাকলে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকব না। দেশবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

গত মার্চের শেষে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নানা মামলায় গত এক সপ্তাহে ৮০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গত রাতে চট্টগ্রাম থেকে তুলে আনার অভিযোগ করে হেফাজত। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কিছু না জানালেও পরে তাকে ২০১৩ সালে শাপলা চত্বরে তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

বিবৃতিতে ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক হওয়া হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদির মুক্তিও দাবি করা হয়ে।

হেফাজতের আমির বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হেফাজত নেতা-কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। হেফাজতে ইসলাম দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চায় না। হেফাজতে ইসলাম শান্তি চায়।

তিনি বলেন, ‘মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। রোববার রাত থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দেশের একজন বড় আলেম ও সচেতন নাগরিক হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্ব ছিল।

অনতিবিলম্বে আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এবং দক্ষ আলেম ও খানকার পীর মুফতি ইলিয়াস হামিদিসহ আটক হওয়া হেফাজতের সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও হামলা-মামলা বরদাশত করা হবে না।’

বাবুনগরী আরও বলেন, কিছুদিন আগে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হেফাজতের নেতা-কর্মীদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে। এরপরও দেশের বিভিন্ন জায়গায় একের পর মিথ্যা মামলা করা হচ্ছে হেফাজত নেতা-কর্মীদের নামে।

‘এত জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সরলতাকে দুর্বলতা মনে করলে এর চরম মাশুল দিতে হবে।

‘হেফাজতে ইসলাম দেশে শান্তি শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর