হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার।
হাটহাজারী মাদ্রাসায় রোববার হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি শহরের উদ্দেশে রওনা হন। এরপর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।
ইসলামাবাদীর ছোট ভাই মুহাম্মদ ইরফানুল হক নিউজবাংলাকে জানান, হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠক শেষে মাগরিবের নামাজ পড়ে তার ভাই চট্টগ্রামের চকবাজারের বাসার উদ্দেশে রওনা দেন।
সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়। তিনি জানান, বাসার দিকে রওনা হয়েছেন। তার সঙ্গে একজন সফরসঙ্গী আছেন। এরপর রাত আটটার দিকে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত ফোনটি বন্ধ ছিল।
ইরফানুল হক আরও জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এদিকে সোমবার ভোররাত চারটা থেকে তার ফোন অন হলেও কেউ কল ধরছে না।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বলেন, ‘আজিজুল হক ইসলামাবাদীকে রাত থেকে পাওয়া যাচ্ছে না। তাকে পুলিশ বা গোয়েন্দা সংস্থা আটক করেছে কি না, তাও আমরা নিশ্চিত করতে পারছি না।’
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইরফানুল হক।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শাহাদাত হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানি না।’