রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় গৃহকর্ত্রীর চার দিনের রিমান্ড হয়েছে।
কলেজশিক্ষক ফারজানা ইসলামকে রোববার আদালতে হাজির করা হলে বিচারক ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার বিকেল ৫টার দিকে ওই শিক্ষকের আবাসিক ভবনের চতুর্থতলা থেকে ১৬ বছর বয়সী গৃহকর্মী লাইলি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাইলির মা শ্যামলা বেগম বলেন, লাইলির ফুফুর মাধ্যমে আট মাস আগে এক হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দেয়া হয়। বিভিন্ন সময় তিনি দেখা করতে চাইলে ওই শিক্ষিক তাকে মেয়ের সঙ্গে দেখা করতে দিতেন না।
তিনি অভিযোগ করে বলেন, তার মেয়েকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে।
লাইলি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার মেয়ে।