বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিসোর্টকাণ্ড মামুনুলের ব্যক্তিগত ব্যাপার: বাবুনগরী

  •    
  • ১১ এপ্রিল, ২০২১ ১৭:৫৮

হেফাজতে ইসলামের আমির বলেন, ‘আমাদের আজকে কোনো ব্যক্তির বিশেষ নিয়ে আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেয়ার কোনো কথা উঠে নাই। কাউকে অব্যাহতি দেয়ার আলোচনা হয় নাই।’

নারায়ণগঞ্জের র‌য়্যাল রিসোর্ট ও পরের ঘটনাপ্রবাহ সংগঠনের নেতা মামুনুল হকের ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

দেশজুড়ে তোলপাড় তোলা এই ঘটনায় সংগঠনের অন্যতম প্রধান এক নেতার সংশ্লিষ্টতার অভিযোগ এলেও সদরদপ্তর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ডাকা জরুরি বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি বলেও দাবি করন তিনি।

গত ৩ এপ্রিল রিসোর্টকাণ্ডের পর মামুনুল একা বেকায়দায়, তা নন। তিনি নিজে লাইভে এসে নিজের সংগঠন হেফাজতে ইসলামের ঐক্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই ঘটনায় নিজেদের মধ্যে যেন ভাঙন না ধরে, সেই আহ্বান জানান তিনি।

এই অবস্থায় রোববার হাটহাজারী মাদ্রাসায় এ বৈঠক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। মামুনুলের বিষয়ে সেখানে কোনো সিদ্ধান্ত আসবে-এমন ধারণা থেকে বৈঠকের দিকে দৃষ্টি রাখেন গণমাধ্যমকর্মীরা।

তবে বেলা সাড়ে ১১টা থেকে সোয়া চারটা পর্যন্ত বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে বাবুনগরী বিষয়টি নিয়ে কিছুই বলতে চাননি।

বিষয়টি নিয়ে এক গণমাধ্যমকর্মী প্রশ্ন করতে চাইলে হেফাজতের আমির প্রথমে এ বিষয়ে কোনো প্রশ্ন নিতে অস্বীকৃতি জানান।

একজন বিষয়টি তুললে তাকে থামিয়ে বাবুনগরী বলেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্নোত্তর হয় না। আমাদের আজকে কোনো ব্যক্তির বিশেষ নিয়ে আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেয়ার কোনো কথা উঠে নাই। কাউকে অব্যাহতি দেয়ার আলোচনা হয় নাই।’

-মামুনুল হকের বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে।

‘বলতে পারে, বলতে পারে।’

-আপনারা সংগঠন থেকে কোনো তদন্ত করবেন কি না, বা আপনাদের বক্তব্যটা কী?

‘এই বৈঠকে সে বিষয়ে কোনো আলোচনা হয় নাই।’

-বিভিন্ন ভিডিও প্রকাশ হচ্ছে, আপনাদের বক্তব্যটা ক্লিয়ার করেন?

‘এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার।’

গত ৩ এপ্রিল মামুনুল হক রয়্যাল রিসোর্টে নারী নিয়ে অবরুদ্ধ হওয়ার পর সঙ্গীনিকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। তবে তার নাম জান্নাত আরা ঝর্ণা হলেও মামুনুল তাকে নিজের চার সন্তানের জননী স্ত্রী আমিনা তাইয়্যেবা নামে পরিচিতি দেন।

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। ছবি: নিউজবাংলা

এই বিষয়টি ছাড়াও ফাঁস হওয়া নানা ফোনালাপ এবং ঝর্ণার ছেলে আবদুর রহমানের বক্তব্যে মামুনুলের বিয়ের দাবি প্রশ্নের মুখে পড়ে। এর মধ্যে একটি গণমাধ্যমের প্রতিবেদনে মামুনুলের আরও একজন বান্ধবীর কথা প্রকাশ হয়েছে।

মামুনুল অবরুদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা। তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালায়।

তবে দিন যত গড়াচ্ছে, মামুনুলের বিয়ের দাবি আরও বেশি প্রশ্নের মুখে পড়ছে। আর হেফাজত শুরুতে হুংকার দিলেও পরে এই বিষয়টি নিয়ে চুপ হয়ে যায়।

এর মধ্যে গত শনিবার ফেসবুক লাইভে এসে মামুনুল তার সংগঠনের ঐক্যের ওপর জোর দেন।

মামুনুল সেদিন বলেন, ‘আমি অত্যন্ত আস্থা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, ইনশাআল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশের ঐক্য ও সংহতি দৃঢ় ও অটুট থাকবে।

‘আমাদের মধ্যকার এই পারস্পরিক ভেদাভেদ আমরা ভুলে যাব। যদি আমরা কেউ কোনো দোষ করে থাকি, তাহলে তা সাংগঠনিকভাবে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ হেফাজতে ইসলাম বাংলাদেশ গ্রহণ করবে।’

মামুনুল হকের বিষয়ে প্রশ্ন নিতে না চাইলেও জাতীয় ওলামা সম্মেলন নিয়ে প্রশ্নের জবাবে অনেক কথা বলেন বাবুনগরী।

বলেন, ‘২৯ মে ২০২১ সাল শনিবার ইনশাআল্লাহ বড় আকারে জাতীয় পর্যায়ে ওলামা মাশায়েখ সম্মেলন হবে হেফাজতে ইসলামের উদ্যোগে হাটহাজারী মাদ্রাসায়। এটা আমাদের বড় কর্মসূচি। এটা গুরুত্বপূর্ণ।’

সারা দেশের কওমি আলেমরা এখানে অংশ নেবেন কি না - জানতে চাওয়া হলে বাবুনগরীর জবাব, ‘সারা দেশের না, সারা দেশের না। এখানে দাওয়াত দিতে হয় বড় বড় আলেম ওলামাদের। সব আলেম আনতে হলে থানা লাগবে। বড় বড় আলেম ওলামাদের দাওয়াত দেয়া হবে, পীর মাশায়েখ, পীর আউলিয়ারাও আসবে।’

এ বিভাগের আরো খবর