বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একা মা পরিচয়েই ঢাকায় বাসা ভাড়া

  •    
  • ৯ এপ্রিল, ২০২১ ২০:৫৫

মামুনুল হক দুই বছর আগে দ্বিতীয় বিয়ে দাবি করলেও তার কথিত স্ত্রী যে বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন সেই বাসার মূল ভাড়াটিয়া জানিয়েছেন, ঝর্ণা কখনও মামুনুলকে বিয়ের কথা বলেননি। বাসা ভাড়া নেন একা মা পরিচয়ে। কাজ করতেন বিউটি পারলারে।

হেফাজত নেতা মামুনুল হকের দুই বছর আগে জান্নাত আরা ঝর্ণাকে বিয়ে করার দাবি আরও একটি কারণে প্রশ্নের মুখে পড়েছে।

এই নারী ঢাকায় যে বাসায় সাবলেট থাকেন, সেই বাসার গৃহকর্ত্রী নিউজবাংলাকে জানিয়েছেন, বিচ্ছেদের পর আর বিয়ে করেননি জানিয়েই তার বাসার অর্ধেকটা ভাড়া নেন ঝর্ণা।

ভাড়া নেয়ার পর এই সময়ে ঝর্ণার মা, ছেলেসহ স্বজনরা একাধিকবার সেখানে গেছেন। কিন্তু কখনও মামুনুলের কথা তাকে বলেননি ঝর্ণা।

রাজধানীর গ্রিন রোড-সেন্ট্রাল রোডের কাছে নর্থ সার্কুলার রোডের ওই বাসায় ঝর্ণা ওঠেন আট মাস আগে। তিনি পারলারে কাজ করেন জানিয়ে মাসে ছয় হাজার টাকা চু্ক্তিতে একটি কক্ষ ভাড়া নেন বলে জানিয়েছেন পুরো ফ্ল্যাটটি ভাড়া নেয়া সালমা খান।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিসোর্ট কাণ্ডের পর থেকে ঝর্ণা আর এ বাসায় আসেননি। তিনি কোথায় আছেন জানেন না সালমা খান।

সালমা খান নিউজবাংলাকে জানান, ঝর্ণা কখনও তাকে বলেননি মামুনুল হকের সঙ্গে তার পরিচয় আছে বা তাকে বিয়ে করেছেন। তিনি ধানমন্ডির একটি পারলারে কাজ করার কথা বলে তার এখান সাবলেট নিয়েছিলেন। তবে মাস দুয়েক আগে ঝর্ণা সেই চাকরিটা ছেড়ে দেন বলে জানিয়েছেন।

মামুনুল হক কি এ বাসায় কখনও এসেছেন? এমন প্রশ্নে সালমা বলেন, ‘না না, আমার বাসায় কোনো পুরুষ মানুষ অ্যালাউড না।’

-উনি কি একাই থাকতেন?

-হ্যাঁ। ওনার আসার মধ্যে কেবল মা আসছে, বোন আসছে, ভাই আসছে। ওনার মামারাও আসছেন একবার। ওনার নানি যখন হাসপাতালে তখন ওনার মামিরা এসেছেন। ওনার দুই ছেলে আসছে।

বাসা সাবলেট দেয়ার কারণ ব্যাখ্যা করে সালমা বলেন, ‘এক ছেলে নিয়ে থাকি। আমার তো এত বড় ফ্ল্যাট লাগে না। আমি ভাবলাম, একা একা থাকি, বোরও লাগে, মা ছেলে দুই জন, একটা রুম ভাড়া দিয়ে দেই, একজন মানুষ থাকলেও ভালো লাগবে। এই চিন্তা করে ভাড়া দিয়েছিলাম, তার এনআইডি কার্ডটার্ড সব নিয়েই ভাড়া দিয়েছিলাম।’

-উনি কি তখন পারলারে কাজ করতেন?

-হ্যাঁ, আমার বাসায় ‍যখন উঠেছেন তখন পারলারে কাজ করতেন।

-এখন?

-এখন গত দুই মাস তার চাকরিটা নাই। সে বলত, আমি চাকরিটা করব না। আসলে খুব ধার্মিক ছিল। ...বলত পারলারের চাকরিটা ছেড়ে দেব এ কারণে যে, আমরা যে কাজগুলো করি, ভ্রু প্লাক, তার পরে চুল কাটা- এগুলো হারাম। একটা ভালো চাকরি পেলে করব, এই চাকরিটা আমি করব না। ভালো লাগে না।

-আপনি কি বুঝতেন মামুনুল হকের সঙ্গে তার সম্পর্ক চলছে?

-না, না, না, আসলে সে ঘর থেকে কখনও এ রকম বেরও হতো না হুটহাট, কোনোদিন এ রকম ছিলও না। উগ্র চলাফেরা, বিষয়-আশয় সন্দেহ করার মতো কিছু ছিলও না।

-কোনো ধরনের হতাশা ছিল কি না, যে তাকে একজন বিয়ে করছে না, এভাবে রেখে দিয়েছে?

-না, না, সে কেবল নামাজ পড়ত।

-তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে, এমন কিছু জানতেন?

-না না, আমি এ রকম কিছু জানতাম না।

সালমার বক্তব্যের সঙ্গে মামুনুল হক ও তার সংগঠন হেফাজতে ইসলামের বক্তব্যের কোনো মিল নেই।

মামুনুল রিসোর্ট কাণ্ডের পর দাবি করেছেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বিপাকে পড়া ঝর্ণার অভিভাবকত্ব গ্রহণ করে তিনি ‘মানবিক বিয়ে’ করেছেন। তার ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন।

মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণা। ছবি: নিউজবাংলা

আর হেফাজত বিবৃতি দিয়ে দাবি করেছে, এই কথিত বিয়ে পুরোপুরি বৈধ।

রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসায় যে রাতে বৈঠক করে হেফাজত নেতারা এই কথিত বিয়েকে বৈধ ঘোষণা দেন, সেদিন মামুনুল নানা প্রশ্নের মুখে পড়েন বলে বৈঠকে উপস্থিত একজন নেতা নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

ওই নেতা জানান, বৈঠকে হেফাজতে ইসলামের দুই নায়েবে আমির আবদুল আউয়াল ও আবদুর রব ইউসূফী মামুনুলকে বেশ কিছু প্রশ্ন করেন। তারা বলেন, বিয়ে করলে ঝর্ণার ভরণপোষণের দায়িত্ব কেন তিনি নেননি।

তখন মামুনুল স্বীকার করেন, তিনিই ঝর্ণাকে পারলারে কাজ দিয়েছেন।

মামুনুল অবশ্য ফেসবুক লাইভে এসে দাবি করেছেন, তার পরিবার প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদশালী। এই ধরনের পরিবারের একজন স্ত্রী স্বল্প বেতনে পারলারে কাজ করবেন- এই বিষয়টি স্বাভাবিক না হলেও মামুনুল এর কোনো ব্যাখ্যা দেননি।

তবে সেদিনের বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল আউয়াল বিস্তারিত কিছু বলতে রাজি হননি। নিউজবাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসাইন এই হেফাজত নেতার সঙ্গে দেখা করেন সেই আলোচনার বিস্তারিত জানতে।

তবে আউয়াল বলেন, ‘বাবারে, আমি এ ব্যাপারে কিছু জানি না।’

-তাহলে বৈঠকে আপনি কী শুনেছেন?

-আমি কেবল স্বাক্ষর করেছি, আলোচনা তারা করেছে। আমি কিছু শুনিনি।

ঝর্ণার কথিত ডায়েরি গোয়েন্দাদের হাতে

নর্থ সার্কুলার রোডের এই ফ্ল্যাট থেকেই ঝর্ণার লেখা তিনটি ডায়েরি গোয়েন্দারা উদ্ধার করে নিয়ে আসেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা নিউজবাংলাকে জানিয়েছেন।

বেশ কয়েকটি সংবাদভিত্তিক টেলিভিশন এই ডায়েরির ওপর ভিত্তি করে প্রতিবেদনও তৈরি করেছে।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, ঝর্ণা এসব ডায়েরিতে লিখেছেন, মামুনুলকে তিনি ঘৃণা করেন না কি ভালোবাসেন, তা নিয়ে তিনি বিভ্রান্ত। আর মামুনুল তার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন এবং তার জীবনটাকে নরক বানিয়ে ফেলেছেন।

ইনডিপেনডেন্ট টিভি ও ডিবিসি নিউজের এই প্রতিবেদনে বলা হয়, ডায়েরিতে লেখা আছে, মামুনুলের বিষয়ে ঝর্ণা লেখেন, ‘সাদা সাদা জামা পরলেই আর বড় মাওলানা হলেই মানুষ হয় না, মুখোশধারীও হয়। আমার সবটাই দিয়েছিলাম আর আপনি সবটাই যত্ন করে রেখেছিলেন।’

তবে এই ডায়েরির সত্যতা কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি নিউজবাংলা।

স্থানীয়রা অবরুদ্ধ করার পর পুলিশ গিয়ে কথা বলে মামুনুল হকের সঙ্গে। ছবি: নিউজবাংলা

রিসোর্টে যা হয়েছে

গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিসোর্টে গিয়ে স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হয়ে মামুনুল সঙ্গীনিকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

অবশ্য মামুনুল রয়্যাল রিসোর্টে যাওয়ার পর কক্ষ ভাড়া করার সময় সঙ্গীনির নাম লেখেন আমিনা তাইয়্যেবা, যেটি তার চার সন্তানের জননী স্ত্রীর নাম।

রিসোর্টে সঙ্গীনির নামের পাশাপাশি মামুনুল ভুল তথ্য দিয়েছেন তার কথিত শ্বশুরের নাম ও বাড়ির ঠিকানা নিয়ে।

মামুনুল দাবি করেছেন, তার শ্বশুরের নাম জাহিদুল ইসলাম, তাদের বাড়ি খুলনায়। তবে ঝর্ণা জানিয়েছেন, তার বাবার নাম অলিয়র রহমান, বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।

গরমিল ফোনালাপ

বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে ফাঁস হওয়া বেশ কিছু ফোনালাপ হেফাজত নেতার বিয়ের দাবির সত্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

এর একটিতে বোঝা যায়, ঘটনার পরপরই মামুনুল তার চার সন্তানের জননী স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। সেখানে তিনি বলেন, সেই নারী তার পরিচিত শহীদুল ইসলামের স্ত্রী। ঘটনার কারণে চাপে পড়ে তাকে স্ত্রী পরিচয় দিতে বাধ্য হয়েছেন।

পরে আরেকটি কথোপকথন ফাঁস হয়, যা মামুনুলের সঙ্গে তার রিসোর্টের সঙ্গীনির মধ্যকার বলে প্রতীয়মান হয়। সেখানে সেই নারী জানান, তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে তার মায়ের একটি বন্ধ মোবাইল নম্বর দিয়েছেন। আর অন্য একজন যখন তাকে কোথায় বিয়ে হয়েছে জিজ্ঞেস করেছে, তখন তিনি বলেছেন, এটা তিনি জানেন না। মামুনুলের সঙ্গে কথা বলে নেবেন।

আরও একটি কথোপকথনে বোঝা যায় মামুনুলের বোন কথা বলেছেন হেফাজত নেতার চার সন্তানের জননী স্ত্রীর সঙ্গে। তিনি তাকে বুঝিয়েছেন, কেউ যদি তাকে ফোন করে, তাহলে তিনি যেন বলেন, তিনি এই দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছেন এবং তার শাশুড়ি এই বিয়ের আয়োজন করেছেন।

এরই মধ্যে মামুনুলের রিসোর্টের সঙ্গীনির বড় ছেলে ফেসবুক লাইভে এসে মামুনুলের বিরুদ্ধে কথা বলেন। তিনি তার মায়ের সঙ্গে বাবার সংসার ভাঙার জন্য মামুনুলকে দায়ী করেন।

এই কিশোর মামুনুলের বিচার চেয়ে বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করব, এর যেন সঠিক বিচার হয়, আপনারা কারও অন্ধ ভক্ত হয়েন না।… এই লোকটা আলেম নামধারী এক মুখোশধারী একটা জানোয়ার। এর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। সুযোগের সব সময় অপেক্ষায় থাকে, কাকে কীভাবে দুর্বল করা যায়। আমার আর কিছু বলার মতো ভাষা নাই।’

হেফাজত নেতা মামুনুল অবশ্য এখনও দাবি করছেন, তার দেয়া তথ্য পুরোপুরি সত্য। আর তিনি মিথ্যা বললে তার ওপর আল্লাহর ‘গজব পড়বে’।

মামুনুল দাবি করেছেন তার ও স্বজনদের ফাঁস হওয়া ফোনালাপেই প্রমাণ হয়েছে দুই বছর আগে তিনি বিয়ে করেছেন। আর স্ত্রী তাইয়্যেবার কাছ সত্য গোপনের পেছনে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ইসলামে স্ত্রীদের সঙ্গে সীমিত পর্যায়ে সত্য গোপন করার সুযোগ আছে আর তিনি তাকে কীভাবে প্রবোধ দেবেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

এ বিভাগের আরো খবর