বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লঞ্চ ডুবিয়ে দেয়া এমপির জাহাজ জব্দ, ১৪ কর্মচারী আটক

  •    
  • ৮ এপ্রিল, ২০২১ ১৪:৩৮

গজারিয়া নৌ পুলিশের স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটে জাহাজসহ ওই ১৪ কর্মচারীকে কোস্টগার্ডের সদস্যরা নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবিয়ে দেয়ার ঘটনায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের জাহাজটিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জাহাজের ১৪ কর্মচারীকেও আটক করা হয়েছে। জাহাজসহ তাদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিউজবাংলাকে জানান, পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কার্গো জাহাজটিকে জব্দ করেছে।

গজারিয়া নৌ পুলিশের স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটে জাহাজসহ ওই ১৪ কর্মচারীকে কোস্টগার্ডের সদস্যরা নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামে লঞ্চটি ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

কিছুক্ষণ পর শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় লাইটারেজ জাহাজ এসকে থ্রির ধাক্কায় লঞ্চডুবির দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, লঞ্চটিকে ঠেলে অন্তত ২০০ মিটার দূরে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয় এসকে থ্রি লাইটার জাহাজ। এরপর লঞ্চের উপর দিয়ে চলে যায় জাহাজটি। এর মধ্যেই নদীতে ঝাঁপিয়ে পড়েন কয়েকজন। তবে লঞ্চে থাকা অধিকাংশ মানুষ আটকা পড়েন।

এ ঘটনায় ৩৪ জনের প্রাণহানি ঘটে। ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয় লঞ্চটি।

কাজ করছে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটি।

এদিকে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক বাবু লাল বৈদ্য অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি করেন।

মামলায় বলা হয়, হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর