বন্ধ থাকা বিচারিক সব আদালত খুলে দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম ও সিলেট আইনজীবী সমিতি।
প্রয়োজনে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও বিচারিক আদালতগুলো খুলে দিতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
চট্টগ্রাম ও সিলেট জেলা আইনজীবী সমিতির নেতারা বুধবার এ চিঠি পাঠান।
সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পাঠানো চিঠিতে বলা হয়, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলমান লকডাউনের সময় বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের স্বার্থে নিম্ন (অধস্তন) আদালতে মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য কিছু লিখিত পদক্ষেপ গ্রহণ করা একান্ত আবশ্যকীয়।
‘সর্বোপরি লকডাউনের মেয়াদ বর্ধিত না করেও স্বাস্থ্যবিধি অনুসারে আবশ্যকীয় পদক্ষেপগুলো মেনে কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় আদেশ/নির্দেশ প্রদান করার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতি সবিনয়ে প্রার্থনা করছে।’
অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘উদ্ভূত করোনা পরিস্থিতিতে জরুরি বিষয়সমূহ নিষ্পত্তিকরণার্থে সীমিত আকারে নিম্ন আদালতসমূহে জামিন শুনানি, জরুরি নিষেধাজ্ঞার আবেদন ও ফাইলিং কার্যক্রম চালু করা প্রয়োজন।
‘আদালত অঙ্গনে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে ভিড় এড়াতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্বাস্থ্যসেবা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’