মালিক-শ্রমিকদের কাছে নতি স্বীকার নয়, জনদুর্ভোগ কমাতে নগরীতে বাস চালু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারি বাসভবন থেকে বুধবার নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
করোনাভাইরাস নিয়ন্ত্রণ গত সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন জারি করে সরকার। তা বাস্তবায়নে বেঁধে দেয়া হয় ১১ দফা, যার মধ্যে গণপরিবহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কিন্তু অফিস-আদালত খোলা থাকায় চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ।
এমন অবস্থায় মঙ্গলবার ঢাকাসহ দেশের সবকটি সিটি করপোরেশন এলাকায় জনস্বার্থে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার, যা বুধবার সকার থেকে কার্যকর হয়।
কেউ কেউ বলছে গণপরিবহন মালিকদের চাপে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন মন্তব্য ‘দুঃখজনক’ উল্লেখ করে কাদের বলেন, ‘পরিবহন মালিক শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ যে অভিযোগ করছে তা সঠিক নয়। জনগণের দাবির মুখে জনস্বার্থে দুর্ভোগ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’
দূর পাল্লার বাস চালুর বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘দুই একদিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে, যা মোটেও সত্য নয়।’