যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মা-বাবা, বোন ও নানিকে হত্যার পর আত্মহত্যা করেছে ওই পরিবারের দুই কিশোর ভাই।
নিহত ব্যক্তিরা হলেন বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ২৪-এর চিফ ক্যামেরাপারসন হাসান হাফিজুর রহমান রিপনের মা, বোন, বোনের স্বামী, দুই ভাগনে ও এক ভাগনি।
পুলিশ জানিয়েছে, টেক্সাসের অ্যালেন শহরের একটি বাড়ি থেকে স্থানীয় সময় সোমবার সকালে মরদেহ ছয়টি উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, দুই ভাই তাদের পরিবারের অন্য সদস্যদের হত্যার পর আত্মহত্যা করেছে।
এক পারিবারিক বন্ধুর ফোন পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করে। তবে তাদের নাম ও বয়স প্রকাশ করেনি পুলিশ।
অ্যালেনের পুলিশ কর্মকর্তা জন ফেলটি জানান, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, কিশোর বয়সী দুই ছেলে আত্মহত্যা করার বিষয়ে একমত হওয়ার পর তাদের পরিবারের বাকি সদস্যদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে হত্যাকাণ্ড কখন ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’
চ্যানেল ২৪-এর প্রতিবেদক ও ক্যামেরাপারসনদের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা জানা গেছে।
তারা নিউজবাংলাকে জানিয়েছেন, রিপনের দুই ভাগনে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এ সময় তাদের মনে হয়, বাকি চারজনকে বাঁচিয়ে রেখে কী হবে? এমন ভাবনা থেকে, নানি, বাবা, মা আর বোনকে হত্যা করে দুই ভাই। তারপর নিজেরা আত্মহত্যা করে।
উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রিপনের বোন জামাইয়ের নাম তাওহীদ।
তবে কী কারণে তাওহীদের দুই সন্তান আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
রিপনের সহকর্মীরা আরও জানিয়েছেন, রিপনের মায়ের বাড়ি পাবনা শহরে। রিপনের মা, বোন আর বোন জামাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। অন্যরা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।