মানসম্মত, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক ব্যবস্থায় টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি নিরূপণের নিয়ম জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ এপ্রিল জারি করা এ প্রজ্ঞাপনটি ২০ এপ্রিল থেকে কার্যকর হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রযুক্তিগত সহায়তায় ও অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটির নিরীক্ষণে (মনিটর) বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিআরপি নির্ধারণ করা হবে।
টিআরপি হলো টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানের দর্শকপ্রিয়তা পরিমাপের একটি জরিপভিত্তিক মানদণ্ড।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে এতদিন ধরে টিআরপি নির্ধারণের কাজটি করে আসছিল দু-একটি প্রতিষ্ঠান। তাদের কাজে সন্তুষ্ট নন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো।
সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র মোজাম্মেল বাবু বলেন, ‘যারা এতদিন এই কাজ করত, তারা বলেন, আড়াইশ-তিনশ স্যাম্পল, কিন্তু স্যাম্পল আরও কম। বিদেশি চ্যানেলগুলোর রেটিং বেশি দেখিয়ে বাংলাদেশের বিজ্ঞাপন বিদেশে পাচারের কঠিন অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।’
এমন বাস্তবতায় সরকারের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।
তিনি বলেন, ‘যারা লাইসেন্স পাবে, তাদের অন্তত ৩ হাজার স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। ১৬ কোটি মানুষের দেশে দুইশ-আড়াইশ স্যাম্পল দিয়ে ভিউয়ার প্যাটার্ন জানা যায় না। এতদিন যারা করেছে, সেটা খুব অন্যায়, অনৈতিক এবং টেলিভিশগুলোর খুবই ক্ষতি হয়েছে।’
প্রজ্ঞাপনে বলা হয়, নির্দিষ্ট মেয়াদে দেশের টিভি চ্যানেলগুলোর টিআরপি নিরূপণ কার্যক্রম পরিচালনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দরখাস্ত আহবান করবে। এর পরিপ্রেক্ষিতে দেশি ও দেশে নিবন্ধিত ও অফিস আছে এমন বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে ফেরতযোগ্য ১০ লাখ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে পারবে।
আবেদন বিবেচনা করে এক বা একাধিক প্রতিষ্ঠানকে টিআরপি নির্ধারণ করার অনুমতি দেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র নেবার আগে চালানের মাধ্যমে ৫ লাখ টাকা লাইসেন্স ফি জমা দিতে হবে।
প্রজ্ঞাপন অনুসারে, বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে নির্দিষ্ট হারে ফি দিয়ে স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা নিতে হবে। পাশাপাশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে অংশীজনদের মনিটরিং কমিটির সন্তুষ্টি সাপেক্ষে আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে টিআরপি নির্ধারণ করতে হবে।
এ কাজ পরিচালনার জন্য দেশীয় অনুমোদিত টিভি চ্যানেলগুলোর কাছ থেকে নির্দিষ্ট হারে মাসিক সার্ভিস চার্জ নেয়ার বিধান দেয়া হয়েছে টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠানকে।
আর মন্ত্রণালয়ের মনিটরিং কমিটিকে অবগত করে টিআরপি প্রতিবেদন প্রকাশ করতে হবে।