দেশে ফেরার পর কোয়ারেন্টিনে না যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেছেন লেবানন থেকে একটি বিশেষ ফ্লাইটে আসা যাত্রীরা। এ সময় হট্টগোলে আতঙ্ক সৃষ্টি হয় বিমানবন্দরে। পরে তাদের বুঝিয়ে কোয়ারেন্টিনে পাঠায় কর্তৃপক্ষ।
স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় লেবানন থেকে ২৭৫ যাত্রী নিয়ে রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট। ফ্লাইটের পূর্বানুমতি না থাকায় এটি থেকে যাত্রীদের নামতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে সকালে মানবিক বিবেচনায় ফ্লাইটের যাত্রীদের নামার সুযোগ দেয়া হয়।
নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে দেশে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এ কারণে ফ্লাইটের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর প্রক্রিয়া শুরু হলে তারা যেতে অস্বীকৃতি জানান। বিমানবন্দরে অবস্থান করা যাত্রীদের স্বজনেরাও বিক্ষোভ শুরু করেন। এতে অচলাবস্থা তৈরি হয় বিমানবন্দর এলাকায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালত তৌহিদ উল আহসান নিউজবাংলাকে বলেন, ‘যাত্রীরা শুরুতে কোয়ারেন্টিনে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এতে কিছুটা সমস্যা তৈরি হয়। পরে তাদের বুঝিয়ে রাজি করানো গেছে।’
লেবাননফেরতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও নিশ্চিত করেন তিনি।
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ঠেকাতে এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ ও ১২ দেশ থেকে যাত্রী আনা-নেয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
৩ এপ্রিল থেকে কার্যকর এই সিদ্ধান্ত ১৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। লেবাননও এই নিষেধাজ্ঞার আওতায়।