পবিত্র রমজান মাসে সকল সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা - স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
সোমবার মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
পরে সংবাদ সাংবাদিকদের একই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, জোহরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা থেকে ১:৩০টা পর্যন্ত।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় শুরু হয় মন্ত্রিসভা বৈঠক। ভার্চুয়াল এ বৈঠকে গণভবন প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয় থেকে সংযুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস অতি জরুরি জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস আইন অনুযায়ী অফিস সময়সূচী নির্ধারণ ও অনুসরণ করবে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তার আওতাধীন সকল আদালতের সময়সূচী নির্ধারণ করবে।
খন্দকার আনোয়ারুল বলেন, ‘রমজানের সময় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ থাকলে শনিবার অফিস খোলা থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস চলবে।’
তাদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান সচিব।
এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে-
# চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন।
# বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন।
# বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস সময়সূচির প্রস্তাব অনুমোদন।
# খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি প্রদানের প্রস্তাব অনুমোদন।